ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে প্রবীন হিতৈষী সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীন হিতেষী সংঘ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত,আলহাজ্ব মোঃ হাসান আলী মিঞার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর সভার মেয়র আব্দুর রশিদ মিয়া,সাবেক অধ্যাপক মতিয়ার রহমান,জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, বাংলাদেম পুজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি,পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি, জীবুন নেসা সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।