বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারী চালিত অটো-ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুনুফা বেগম বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয় সূত্রে যায়, হুনুফা বেগম ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে চড়ে পাশ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।