জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই হত্যার অভিযোগে আরেক ভাই লাভলু মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত লাভলু সরিষাবাড়ি উপজেলার শুয়াকৈর গ্রামের আবুল শেখের ছেলে।
র্যাব-১৪’র স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ৫ মার্চ সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুলতান মাহমুদ ওরফে হলই এবং লাভলুর মধ্যে সংঘর্ষ হয়। এতে সুলতান মাহমুদ আহত অবস্থায় ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরেক ভাই শাহজাহান বাদি হয়ে সরিষাবাড়ি থানায় মামলা (নং৩১) দায়ের করেন। মামলার পর থেকেই আসামী লাভলু মিয়া আত্মগোপনে থাকে।
মামলার প্রেক্ষিতে র্যাবও ছায়া তদন্ত করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত হয়। ৩ মে বিকেলে মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে আটক শেষে মাদারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।