[১৪১] গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

 : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 'গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম'র ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (২০ মে) দুপুরে চট্টগ্রামস্থ কেসিদে ইনইস্টিটিউট, অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের নির্বাচনে সভাপতি এনামুল হক, সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম



নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৭০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এনামুল হক সিকদার মানিক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ.টি.এম রুহুল আমিন চৌধুরী সাইমুন পেয়েছেন ৩৩ ভোট। 

৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল হক সিকদার পেয়েছেন ৪৬ ভোট।

 

২৫ সদস্য বিশিষ্ঠ কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আজিজুল হক, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, সহ অর্থ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রিদ্ওয়ানুল হক, দপ্তর সম্পাদক উৎপল চৌধুরী সঞ্জয়, প্রচার সম্পাদক মো. নাঈম উদ্দিন মাহফুজ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু ছালেক, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মুবিনুল হক রানা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এ. কে. এম দিদার, নির্বাহী সদস্য মো. কাজিম রেজা।


এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাসান মুরাদ চৌধুরী। সহযোগী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. হোসাইন সিকদার ও মো. জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান।


উল্লেখ্য, দুপুর সাড়ে ১২.৩০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে যথারীতি বেলা সাড়ে ৩ টায় ভোটগ্রহণ শেষ হয়। মোট ১১০জন ভোটারের মধ্যে ১০৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন  কমিশনার হাসান মুরাদ চৌধুরী অবাধ, নিরেপক্ষ ও সুষ্টুভাবে ভোটগ্রহন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top