জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু।
কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়।
এ সময় বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ২০জন ইমাম অংশ গ্রহণ করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।