জামালপুর সংবাদদাতা : কৃষি খাতকে এগিয়ে নিতে, জামালপুরে আঞ্চলিক কৃষি গবেষণা- সম্প্রসারন পর্যালোচনা বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালার ২৩মে বিকেলে জামালপুর সম্পন্ন হয়।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো: মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড.মো: তারিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ আরো অনেকে। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের সকল কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, জামালপুর ও শেরপুর জেলায় শতকরা ৪২ভাগ চরাঞ্চল সহ বেশ কিছু জমি রয়েছে । সেখানে সঠিক ভাবে কৃষি উৎপাদনে উচ্চ ফলনশীল বীজ, আধুনিক চাষ পদ্ধতি ব্যবহার করে,এই অঞ্চলের কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষক বান্ধব লাভজনক ফসল উৎপাদন করে, কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও কৃষি জমির উপর ভিত্তি করে ফসল ফলানোর প্রতি আলোকপাত করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।