[১৯৪] সমাজের পিছিয়ে পড়া মানুষদের আমরা চিকিৎসা দিয়ে থাকি: লোকমান হোসেন
🕧Published on:
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেছেন, আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকি।
বৃহস্পতিবার (২৫ মে) ঘাটাইলের কোকড়বাড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।
সমাজের গরীব দুঃখী এবং অসহায় মানুষসহ সর্বসাধারণের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে সহযোগিতা করেন কোকড়বাড়ি যুব সমাজ মানব কল্যাণ সংগঠন। ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখা, বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়,কিডনির পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এসব করা হয়।
ক্যাম্পে প্রায় ছয় শতাধিক স্থানীয় লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।