মাসুদুর রহমান : জামালপুরের সরিষাবাড়ীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জুন) পোঘলদিঘা ইউনিয়নের চর মালিপাড়া এলাকা থেকে ভোর ৭ টায় তাকে গ্রেফতার করা হয়। তিনি মালিপাড়া গ্রামের মরহুম আজিজ ফকির এর ছেলে।
জানা যায়, জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সিআর মামলা নং ৫০৮(১)২১ যৌতুক আইনের ৩ ধারায় তার স্ত্রী শাপলা বেগম মামলা দায়ের করে। সেই মামলায় বিচারিক আদালত ২ বছরের সাজা রায় ঘোষনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহাদাৎ ও নাইমুর রহমান সহ পুলিশ সদস্যরা আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এএসআই শাহাদাৎ জানান,থানায় গ্রেফতারি পরোয়ানা আসার পর আমরা সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা ভোর ৭ টার দিকে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া থেকে আলমকে গ্রেফতার করি।
কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, আসামী মো: আলম মিয়াকে ভোরে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। সকালেই তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেই অপরাধ করুক, অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, চাঁদাবাজি, সন্ত্রাস ও জঙ্গি কর্মকান্ডকে দূর করার জন্য পুলিশ বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।