লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল বলেছেন,ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় রয়েছে সরকার। নদী ভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে যাতে কোনো মানুষ কষ্টে না ভোগে সেজন্য তাদের সহযোগিতায় প্রস্তুত রয়েছে সরকার।
তিনি জামালপুরের ইসলামপুরে উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে শনিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঝড়ে ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ইউনিয়নের ৪ শত পরিবারের মাঝে ২ হাজার টাকার চেক ও ১ এক বান্ডিল করে ঢেউটিন বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।