[৪৭১] হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন-২০২৩

S M Ashraful Azom
0

: অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন শনিবার সকাল ৯ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন-২০২৩



এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের জাগতে হবে, জাগাতে হবে’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মূখ্য আলোচকের বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন,  আমরা যখন বিশ্বের বাস্তব সমস্যা ও সমাধানের জন্য আমাদের আদর্শ জনগণের সামনে তুলে ধরছি, আমরা বলছি যে, এই বস্তুবাদী সভ্যতা মানবজাতিকে নিয়ন্ত্রণ করছে, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সমস্তকিছু গ্রাস করেছে। এর পরিবর্তে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয় তবে নারী-পুরুষ সবাইকে সমান তালে এই সংগ্রাম করতে হবে। আমাদের নারীরা যখন বন্দীদশা থেকে বের হয়ে এসে দ্বীনে প্রচারকাজ, সমাজকল্যাণমূলক কাজে অবদান রাখছে তখন ধর্মব্যবসায়ীরা তাদের দিকে ফতোয়ার তীর ছুড়ছে। আমাদের নারীদের অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হামলা করছে। তারপরও আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। এবং তাদের এই অগ্রযাত্রা ধর্মব্যবসায়ীদের কোনো বাধাই রুখতে পারবে না ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের মুখপাত্র ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, নারী মুক্তি আন্দোলনের অগ্রপথিক লেখক ও গবেষক মমতাজ লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের অধ্যাপক তামান্না রহমান, একুশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত সংগ্রামী নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা মেহেরুন নেছা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার সোসাইটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গীতিকার আলী আশরাফ আখন্দ, কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, হেযবুত তওহীদের নারী বিভাগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও হেযবুত তওহীদের ঢাকা মহানগর নারী সম্পাদক তাসলিমা ইসলাম, নারী বিভাগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক ইলা ইয়াসমিন, বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, দৈনিক দেশেরপত্রের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।

অনুষ্ঠানস্থলে একাধিক প্রজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের নারীদের কার্যক্রম ও হেযবুত তওহীদের উদ্যোগে দেশজুড়ে বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করেন হেযবুত তওহীদের রমনা শাখার মোজাহেদা সানজিদা আক্তার সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আদিবা ইসলাম ও নাজমুন নাহার বিথি। অনুষ্ঠানের এক পর্যায়ে মাটি মিউজিকের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top