[৭৩৭] ইসলামপুরে চাচার বিরুদ্ধে ভাতিজীর সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ

🕧Published on:

 : জামালপুরের ইসলামপুরে মায়ের জমি রেজিস্ট্রি স্বাক্ষী করার কথা বলে প্রতারণা করে সম্পত্তি লিখে নেওয়ায় চাচা প্রভাষক খলিলুর রহমান ও ভাই অলিলুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাতিজী বৈশাখী আক্তার।

ইসলামপুরে চাচার বিরুদ্ধে ভাতিজীর সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ



বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে ভুক্তভোগী পরিবার  লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন, গত ১০ তারিখে আমার জেঠা অলিলুর রহমান দাদির অসুস্থতার কথা বলে ইসলামপুর সাব-রেজিস্টার অফিসে নিয়ে যায় এবং আমার আম্মার নিকট থেকে একটি দলিল রেজিস্ট্রি করে নেন। 

সেই দলিলে একটি স্বাক্ষী দেওয়ার কথা বলে আমার নিকট থেকে একাধিক স্বাক্ষর নেন। পরে আমি জানতে পারি আমাকে স্বাক্ষীর নামে আমার নিকট থেকেও ত্রিশ শতাংশ জামি রেজিস্ট্রি করে নেন। তৎক্ষনাৎ বিষয়টি  বুঝতে পেরে সাব রেজিস্ট্রারকে অফিসারকে অবহিত করলে চাচারা আমার উপর চড়াও হয়। এ বিষয় নিয়ে তারা আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেয়। 


এ ঘটনায় প্রশাসনের নিকট ন্যায় বিচারক দাবী করেন ভুক্তভোগী পরিবার।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।