[৭২৭] পদযাত্রা সফল করতে বিএনপির মতবিনিময় সভা

🕧Published on:

 : আগামী ১৪ জুলাই নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রা সফল করতে মতবিনিময় সভা করেছে বিএনপি।

পদযাত্রা সফল করতে বিএনপির মতবিনিময় সভা



মঙ্গলবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ধর্মপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ।   


এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে নেই। আওয়ামী সরকার মানুষের সর্ব ক্ষেত্রে অধিকার হরণ করে নিয়েছে। আজকে সাধারণ মানুষ বাধ্য হয়ে একদফা দাবি নিয়ে রাস্তায় নামবে। তখন এই সরকারের পালাবার কোন পথ থাকবেনা। 


প্রস্তুতি সভায় বক্তারা চূড়ান্ত আন্দোলন সফল করতে দলের তৃণমূলের নেতাকর্মিদের স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান।   


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।