জামালপুর সংবাদদাতা : সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে জামালপুরের মেলান্দহ ইত্তেফাকুল ওলামার ডাকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ জুলাই বাদ জোহর মেলান্দহ কেন্দ্রীয় মসজিদ গেট থেকে মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। এরপর মসজিদ গেটে সমাবেশে সভাপতিত্ব করেন-মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সভাপতি আলহাজ মাওলানা রুহুল আমিন।
বক্তব্য রাখেন-জামালপুর জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি শামসুদ্দিন, সহসভাপতি মাওলানা আমানুল্লাহ কাসেমী, মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সহসভাপতি মুফতি আব্দুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মাও. রহমতুল্লাহ আল হোসাইনী, কোরআন শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি হারুনুর রশিদ এবং শ্যামপুর বাজার মসজিদের ইমাম মাও. আব্দুল ওয়াহাব প্রমুখ। সমাবেশে পবিত্র কোরআন অবমাননা ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ শেষে সুইডেনের পণ্য বর্জনের হুমকী প্রদর্শন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।