শফিকুল ইসলাম : গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ হবিবুর রহমান নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
জানা গেছে বুধবার ভোররাতে সিনিয়র অফিসার আনছার আলীর নেতৃত্বে একটি পুলিশের দল উপজেলার আলগারচর গ্রামের হবিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় তার ঘর থেকে সাড়ে ৭ কেজি ভারতীয় গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় আনা হয়। আটক ব্যক্তি আলগারচর গ্রামের মৃত্যু মোতালেব হোসেনের ছেলে বলে জানা যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায়ী হবিবর রহমানকে আটকের চেষ্টা চলছিল এবং অনেক কষ্টের পর তাকে আটক করতে সক্ষম হয়েছি।
আজ বুধবার মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।