[৭৫৭] রৌমারীতে ইয়াবাসহ কলেজ শিক্ষার্থী আটক
🕧Published on:
শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ স্বাধীন মিয়া (২৭) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার এলাকার গাছকাটা করাত কলের সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১’শ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক স্বাধীন বড়াইকান্দি গ্রামের রফিয়াল হকের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাস্টার্স বর্ষের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন।
স্থানীয় ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পড়াশুনার পাশাপাশি মাদক ব্যবসা করে আসছে স্বাধীন। মাদক বেচাকেনার তথ্য গোপনে পাওয়া মাত্রই এসআই এনামুল হক, মিজান, বুরহান উদ্দিনসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ১ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ১ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বাধীন নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।