[৭৫৮] সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ডা. নুরুল আমিন তামিজী আর নেই

S M Ashraful Azom
0

: সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব, সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী ও সমাজকর্মী ডা. নুরুল আমিন তামিজী আর নেই। ১৪ জুলাই শুক্রবার সকাল ৮.৪৫ মিনিটে তিনি কুমিল্লা জেলার বরুড়ার মন্দুক গ্রামের তামিজী মনজিলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। 

সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ডা. নুরুল আমিন তামিজী আর নেই



মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,  দুই পুত্র, চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


উল্লেখ যে তাঁর জ্যাষ্ঠ পুত্র বিশিষ্ট মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী, শিকড়সন্ধানী লেখক ও জাতীয় মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী। ডা. মো. নুরুল আমিন তামিজীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ল' ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আসগর খান, বিচারপতি সিকদার মকবুল হক, লায়ন মো. গনি মিয়া বাবুল, বাপসা সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কবি অশোক ধর, রোটারিয়ান মো. কামাল উদ্দিন, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, বাপসা সাবেক সভাপতি শেখ মো. হাবিবুর রহমান, বাপসা ঢাকা জেলা সভাপতি মীর বারেক, কবি তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। 


এক শোকবার্তায় বিচারপতি আলী আসগর খান বলেন, 'ডা. নুরুল আমিন তামিজী একজন নিবেদিত প্রান সমাজকর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে সমবায় অঙ্গন এক উজ্জ্বল নক্ষত্র হারালো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে আমি তাকে শ্রদ্ধা জানাই। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি'। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top