[৮২৩] রৌমারীতে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
🕧Published on:
সেবা ডেস্ক : রৌমারীতে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের লক্ষে চলমান আন্দোলনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকগণ।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর আয়োজনে উপজেলার গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।
এতে উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যক্ষ এমএ আব্দুস সামাদ, দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যক্ষ আ: হাই, যাদুরচর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাহজাহান সিরাজ, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহমেদ, কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চর শৌলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্কাফিজুর রহমান, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কোনাচিপাড়া দাখিল মাদ্রাসার সুপার শাহাদত হোসেন, চর বোয়ালমারী দাখিল মাদ্রাসার সহ-সুপার নুরল ইসলাম, টাপুরচর দাখিল মাদ্রাসর সুপার লুৎফর রহমান, যাদুরচর মহিসুন্নাহ আলিম মাদ্রাসার সহ-সুপার আব্দুল হামিদ, ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল হক ও রৌমারী বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক কৃঞ্চা রানীসহ অনেকেই।
বক্তারা বলেন, জাতীয় করনের দাবীতে ঢাকায় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও শাস্তির দাবী করেন। সেই সাথে সারাদেশে বেসরকারি শিক্ষকদের জাতীয় করনের দাবী করেন। জাতীয় করন না করা পর্যন্ত তাদের কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।