শাহীন-নাদিমের বকশীগঞ্জে
আছে ঝগড়ার চর
বাবু-হায়দারের মনে কথা
কেও হবো না পর ।।
নাদিম ভাই সত্য খবর
প্রকাশ করতেন হরদম
শত ঝুঁকির মধ্যেও
থেমে যায়নি একদম ।।
রাঘব বোয়ালের চক্ষুশুল
করল একি গন্ডগোল
জীবন নদী কেড়ে নিল
বিশ্বজোড়ে সুরগোল ।।
এমপি-মন্ত্রীর দৌড়ঝাপ
হায়রে সুশীল সমাজরে
মায়া-কান্নার অভিনয়
নাদিম যখন কবরে ।।
মানুষ নামে খুনিরা
ঈদ আনন্দ ভোগ করে
নাদিমের শিশু সন্তান
আব্বু ডাকে চিৎকারে ।।
বাঁচার জন্য মিনতি
করে ছিল আকুতি
নাহি পেল কোন গতি
হায়! সাংবাদিক পরিণতি ।।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।