[১১৩৩] ইতিহাসের আলোয় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা

🕧Published on:

 : জামালপুরের মেলান্দহে ১৯ আগস্ট বেলা ১১টায় ইতিহাসের আলোয় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা মুক্তিসংগ্রাম যাদুঘরে অনুষ্ঠিত হয়।

ইতিহাসের আলোয় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা



বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান এতে প্রধান আলোচক ছিলেন। মুক্তিসংগ্রাম যাদুঘর এর আয়োজন করে। 


যাদুঘরের ট্রাস্টি-দৈনিক সংবাদের প্রবিন সাংবাদিক উৎপল কান্তি ধর এতে সভাপতিত্ব করেন। বক্তব্য এবং কবিতা আবৃত্তি করেন-কবি সায্যাদা আনছারী, ট্রাস্টি বোর্ড সদস্য হিল্লোল সরকার, প্রফেসর ড. শাহীনা আক্তার এবং মানবাধিকার কর্মী রাবিয়া সামাদ ঢালি প্রমুখ। 


অনুষ্ঠান শেষে ৮০ জন শিক্ষার্থীর মাঝে ড. আতিউর রহমানের রচিত বঙ্গবন্ধুর সহজতর পাঠ বইটি বিতরণ করা হয়।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।