[১১৭৬] কবিতা পাঠ প্রতিযোগীতায় সেরা পাঁচে জামালপুরের মাধুর্য ও নিপা

S M Ashraful Azom
0

 : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রস্থাগারভিত্তিক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমের সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কবিতা পাঠ প্রতিযোগীতায় সেরা পাঁচে জামালপুরের মাধুর্য ও নিপা



মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে সেরা পাঁচে স্থান করে নিয়েছে জামালপুরের মাধুর্য ও নিপা। 

প্রতিযোগীতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক শিল্পী রুপা চক্রবর্তী, রবীন্দ্র গবেষক ভাস্বর বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র রাজধানী ও পার্শ্ববতী জেলার ২০টি বেসরকারী পাঠাগারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এই আয়োজনে জামালপুরের অন্যতম পাঠাগার ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের পক্ষে মাধ্যমিক পর্যায়ে মাধুর্য ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশ নেয় নিপা। মাধুর্য ও নিপা দুজনই ঢাকার সেরা প্রতিষ্ঠানগুলি সাথে প্রতিযোগিতা করে নিজ বিভাগে সেরা পাঁচ জনের মধ্যে স্থান করে নেয়। ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন বলেন, মাধুর্য ও নিপার সাফল্যে আমারা গর্বিত ও আনন্দিত, তাদেরকে অভিনন্দন জানাই। জাতীয় গ্রন্থকেন্দ্রকে কৃতজ্ঞতা জানাই বেসরকারী পাঠাগারগুলোর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ছড়িয়ে দেবার প্রয়াসে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য। 

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top