জামালপুর সংবাদদাতা : নির্বাচনকালীন রিপোর্টিং শীর্ষক তিন দিনের কর্মশালা ২২ আগস্ট থেকে শুরু হয়েছে। জেলা পরিষদের মিলনায়তনে নিউজ নেটওয়ার্ক, ইউএস এইড ও ইন্টারনিউজ এর আয়োজ করে।
জামালপুরের ২০জন সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ ও ফজলে এলাহী মাকাম অনুষ্ঠানের সমন্বয়কারী শুভ্র মেহেদী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গণতন্ত্র প্রচার ভোট প্রক্রিয়া সচ্ছ ও সাংবাদিকতায় দক্ষতা এবং পেশাগত উন্নয়ন ঘটবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।