[১১৮০] সেরার পুরস্কার পেলেন টিম কাজিপুর থানা
🕧Published on:
কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা পুলিশের গত জুলাই মাসের সেরার পুরস্কার পেয়েছে টিম কাজিপুর থানা।
মঙ্গলবার জেলা পুলিশের বিশেষ সভায় জুলাই মাসের আইন শৃংখলা পরিস্থিতি, অপরাধ দমণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলকরণসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আসামী গ্রেপ্তার এবং সেই মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেবার মতো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পান কাজিপুর থানা টিম। সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার) পিপিএম (বার)টিম কাজিপুর থানাকে সেরার ঘোষণা দেন। একইসাথে ব্যক্তিগত সেবার পুরস্কার পান কাজিপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও আব্দুল মতিন।
পুলিশ সুপার কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমদার দত্ত পি্পিএম এর হাতে সেরার পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত জুন এবং জুলাই মাসে কাজিপুর থানা পুলিশ মোট ১৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। প্রক্রিয়া শেষে চোরাই মোটর সাইকেলগুলো প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়ে সেবার অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করে কাজিপুর থানা পুলিশ। এ নিয়ে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।