[১৩৮৪] ঘাটাইলে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
🕧Published on:
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারি চালিত ভ্যানচালক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চৈথট্ট বটতলী বাজারে ভ্যান চার্জ দেওয়ার একটি গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ভ্যানচালক কবির হোসেন (২৭) খাগরাটা গ্রামের আব্দুস সালামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৈথট্ট বটতলী বাজারে ভ্যান চার্জ দেওয়ার ওই গ্যারেজে চারজন চারটি ভ্যান চার্জ দিতেন। একেকদিন একেকজন রাতে পাহারায় গ্যারেজে থাকত। শনিবার সকালে একটি রশিতে ভ্যানের পাশে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. আজাহার আলী খান জানান, ধারণা করা হচ্ছে ভোররাতের কোনও সময় ঘটনাটি ঘটেছে। এটি হত্যা না আত্মহত্যা তা বুঝা যায়নি। তবে পা মাটির সাথে লাগানো ছিলো। তবে চারটি ভ্যান, টাকা-পয়সা সবকিছু ঠিকঠাকই ছিলো।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।