জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি'র নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি শান্তি সমাবেশের মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সহ-সভাপতি এস এম আব্রাহাম লিংকন, আবু মো: সাঈদ হাসান লোবান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, যুবলীগ নেতা রেদওয়ানুল হক দুলাল, রতন, জেলা ছাত্রালীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।