[১৫৪৫] ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্র্রীর উদ্যোগে মুজিব বায়োপিকের প্রদর্শনী

S M Ashraful Azom
0

 : বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে ‘মুজিব-একটি জাতির রূপকার' চলচ্চিত্রটি জামালপুরের ইসলামপুর ধর্ম প্রতিমন্ত্রীর উদ্দ্যোগে বিনামূল্যে প্রদর্শনী হচ্ছে। 

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্র্রীর উদ্যোগে মুজিব বায়োপিকের প্রদর্শনী



বায়োপিকটি দেখতে প্রতিটি শোতে লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের উপচেপড়া ভীড়। 


 উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম জানান, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপির ব্যবস্থাপনায় জাজ মাল্টিমিডিয়া ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করবেন। ইসলামপুরে কোন সিনেমা হল না থাকায় ৫০০ আসন বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।


তিনি জানান, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি জাতির সঠিক ইতিহাস বুঝতে “মুজিব: একটি জাতির রূপকার" চলচ্চিত্রটি প্রদর্শনী সফল করার জন্য ব্যাপক প্রচারণা চলছে।

উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, চলচ্চিত্রটি দেখানো মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ এটি।


উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া বলেন,বায়োপিকটি নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করেছে। আমরা ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশে প্রতিদিন ৩ থেকে ৬টা ও ৬ থেকে রাত ৯টা দুটি করে শো চালাচ্ছি।


ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেন-এই চলচ্চিত্রটির মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, তরুণ নেতা থেকে বঙ্গবন্ধু, এরপর বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার কথা পৌছে যাবে। চলচ্চিত্রটির মাধ্যমে যুগে যুগে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে সব শ্রেণীপেশার মানুষ আরো বেশি করে জানেত পারবে। আমি বিশ্বাস করি এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম পৌছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পোঁছাবে, ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top