[১৪৯৪] ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : অসমতার বিরুদ্ধে লড়াই করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে পূনরায় পরিষদ চত্তরে এসে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিখির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা। নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান,অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস, অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান আঃ সালাম,আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।