কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুুরে নাশকতার মামলায় বিএনপি এর অঙ্গসংগঠনের ২৩ জন নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ২৯ অক্টোবর পুলিশের করা নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান হোসেন (৬২) মনসুরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান (৩২), চালিতাডাঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল বারী (৫০), স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব শামীম রেজা(৩৫)।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন বিএনপি- জামাত ও এর অঙ্গ সংগঠনের কর্মিসমর্থক।
শুক্রবার দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গ্রেপ্তারকৃতরা নাটুয়ারপাড়া ও সিমান্তবাজার এলাকায় নাশকতার চেষ্টা করে। পরে এই ঘটনায় থানায় মামলা হয়।
মামলা হবার পরে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।