[১৬৫৪] জামালপুরে সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে ৩টি বগিতে আগুন
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
তালহা বিন জসিম জানান, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।