শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে একদিনের ব্যবধানে যাদুরচর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী ও পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সালাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে যাদুরচর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি এবং অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আব্দুস সালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি উপজেলার গোলাবাড়ী গ্রামে।
একইভাবে একদিন আগে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই কলেজের সহকারি অধ্যাপক এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া শিক্ষক মোহাম্মদ আলী মারা যান। তাঁর বাড়ী উপজেলার নাউবাড়ীকান্দা গ্রামে।
এখবর এলাকায় ছড়িয়ে পড়লে সুধিমহল, সাধারণ মানুষজন, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শিক্ষক ও সভাপতি’র মৃত্যুতে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অ্যাডহক কমিটির সভাপতি নাহিদ হাসান খান বলেন, এ মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।