জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে দুই হোটেল মালিকসহ আরো ৫ মাদক কারবারিকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৩ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাসিস্ট্রেট একেএম লুৎফর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলো-মাহমুদপুর বাজারের হোটেল নিরিবিলির মালিক বিল্লাহ হোসেন (৪০)কে ৫ হাজার এবং হোটেল সোনার বাংলার মালিক নাজমুল ইসলাম (৩০)কে ৫ হাজারসহ মোট ১০ হাজার টাকা।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম কয়েক স্থানে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এদের প্রত্যেককে ৫শ’ করে মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানাসহ ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
দন্ডিত ৫ মাদক কারবারিরা হলো- গোবিন্দপুর নাথপাড়ার কৃষ্ণ চন্দ্র ঘোষ (৩০), গনেশ চন্দ্র বিশ^াস (৫২), পরেশ চন্দ্র দাস (৪৬), মাহমুদপুর এলাকার শুধাংশু বাবু (৩২) এবং বিশু মিয়া (৫১)।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।