নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, সাত জুয়াড়ি আটক

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় দৌড়ে পালিয়ে গেছে আরও ৩জন জুয়াড়ি। 

নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, সাত জুয়াড়ি আটক



ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। 


মঙ্গলবার দুপুরে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বড়িহট্ট গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর গুঁড়িয়ে দেয় পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলো- বড়িহট্ট গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪৮), একই গ্রামের আক্কাস আলীর ছেলে হারুন অর রশিদ (৩২), অছিম উদ্দিনের ছেলে কালু প্রামানিক (৪২), খয়ের আলীর ছেলে আব্দুল হান্নান (৩৯), থালতা দক্ষিণপাড়ার বাবলু মিয়ার ছেলে সোহেল রানা (২৫), একই গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফুল ইসলাম (২৪) ও মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে বেলাল মন্ডল (৪২)। আটককৃত সাতজন ও পালিয়ে যাওয়া তিন জুয়াড়িসহ মোট ১০জনের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জানা গেছে, বড়িহট্ট গ্রামের জুয়াড়ি আব্দুল আজিজের বসতবাড়ির ঘরের বারান্দায় দীর্ঘদিন ধরে তাসের মাধ্যমে জুয়ার আসর চলছিল। টাকার বিনিময়ে জুয়া খেলতে সেখানে জুয়াড়িরা আসা-যাওয়া করতো। 

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। একহাজার ৩৬০টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ সাতজনকে আটক করা গেলেও তিনজন জুয়াড়ি পালিয়েছে। আটককৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হবে। 


 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top