বগুড়া-নাটোর মহাসড়কে তৎপর হাইওয়ে-থানা পুলিশ

Seba Hot News : সেবা হট নিউজ
0

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক নিরাপদ রাখতে যানজট ও দুর্ঘটনা হ্রাস করে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে পুলিশ। 

বগুড়া-নাটোর মহাসড়কে তৎপর হাইওয়ে-থানা পুলিশ



বগুড়া-নাটোর মহাসড়কে রিকশা-ভ্যান, সিএনজিসহ থ্রি-হুইলার চলাচল ঠেকাতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে নিতে অনুরোধ জানানো হচ্ছে। 
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের নন্দীগ্রাম হতে শাকপালা-মোকামতলা পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম করে বগুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে পুলিশ। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করে গ্রামীণ সড়কে সীমাবদ্ধ থাকা ও সড়কের জায়গার দুই পাশের অবৈধ স্থাপনা, দোকানের মালামাল, গাছের গুঁড়ি ও ইট-বালি সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন প্রতিরোধ, সড়কে পাকিং ঠেকানো, স্পিডগান দিয়ে গতি পরীক্ষা এবং সচেতনতামূলক পথসভা চলমান রয়েছে। রাতে মহাসড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশের পাশাপাশি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে টহল জোরদার রেখেছে থানা পুলিশ। এছাড়া মাদক উদ্ধারে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করা হয়। গত বুধবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে ও থানা পুলিশের যৌথ তৎপরতা দেখা যায়। এসময় যানবাহনের চালক, মালিক, যাত্রী, পথচারী, দোকানি ও স্থানীয় জনসাধারনের সঙ্গে কথা বলেন নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এবং কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী। সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. আবেদীনসহ দুই টিমের সঙ্গীয় ফোর্স। 
সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা, থ্রি-হুইলার, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখ করে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। মহাসড়কে থ্রি-হুইলার পাওয়া গেলে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে সময়-সুযোগ দেওয়া হচ্ছে। কথা না শুনলে পুলিশ কঠোর হবে। 

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top