সেবা ডেস্ক: ওমানের নিজুয়া অঞ্চলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অন্তত ৪৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ের এক যৌথ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা।
শ্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিজুয়ার প্রশাসন এবং স্থানীয় পুলিশ কমান্ডের সহযোগিতায় সড়কের অবৈধ দোকানপাট এবং শ্রমিক জমায়েতে তাদের অভিযানটি পরিচালিত হয়।
শ্রম আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় অবস্থানে নিয়েছে ওমান সরকার।
বিভিন্ন অঞ্চলে নিয়ম করে পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালানো হচ্ছে।
আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসী কাজে না গিয়ে পালিয়ে নিজেদের রক্ষা করছেন।
অন্যদিকে মাস্কাটের সিবে গাড়ির ধাক্কায় এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় অপর এক প্রবাসী ড্রাইভারকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ওমান পুলিশ।
তিনি এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার দিন সে মাস্কাটের সিব এলাকায় এক ওমানির উপরে নিজের গাড়ি তুলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
একপর্যায়ে গাড়িটি লুকিয়ে রেখে নিজেও আত্মগোপনে যান।
তবে অব্যাহত চেষ্টার পর তাকে গ্রেপ্তারে সফল হয় রয়্যাল ওমান পুলিশ।
এই ঘটনাগুলো ওমানে অবস্থানরত প্রবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের সকলকে শ্রম আইন মেনে চলতে এবং সাবধানে যানবাহন চালাতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।