বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফকরুজ্জামান মতিন মেয়র নির্বাচিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফকরুজ্জামান মতিন মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফকরুজ্জামান মতিন মেয়র নির্বাচিত



৯ মার্চ (শনিবার) রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

ফলাফল:
  • ফকরুজ্জামান মতিন: ৮ হাজার ৫৪২ ভোট (বিজয়ী)
  • ইসমাইল হোসেন বাবুল তালুকদার: ৭ হাজার ৫৪৩ ভোট
  • নজরুল ইসলাম সওদাগর: ৭ হাজার ৪২০ ভোট
  • আনোয়ার হোসেন বাহাদুর: ১ হাজার ২৬৩ ভোট
(ads1)

এই নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১২ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ মার্চ) দিনভর ভোট শেষে সন্ধ্যায় গণনার পর বকশীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এই ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর নির্বাচনে ফখরুজ্জামান মতিন (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দী ইসমাইল হোসেন বাবুল তালুকদার (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৩৪ ভোট। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। 

মূলত দলীয় সিদ্ধান্তে বাইরে গিয়ে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্যই তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। 
(ads2)
বকশীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। 

নির্বাচনে ১২টি ভোট কেন্দ্রে প্রথম বারের মত ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: শাহজাহান মিয়া ঘোড়া প্রতীক নিয়ে ৮ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: ছামু মিয়া চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭৪৮ ভোট। বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। 

নির্বাচনে ১১টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন দুইটির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাবসহ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top