লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে প্রার্থী ও সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
দিন যতই যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণ সংযোগের মাধ্যমে ভোটারদের নিকট গিয়ে দোয়া চাচ্ছেন মমহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুন নেত্রী উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যূথী।
গতকাল দিনব্যাপী কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীচর বাজার, ৪ নং চর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সকলের দোয়া-সহযোগিতা কামনা করেন।
গণ সংযোগে পৌর যুব মহিলা লীগের সভাপতি মায়া আক্তার, সাধারণ সম্পাদক শাহানা আক্তারসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।