বকশীগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেড়ে মাকে হত্যা, ঘাতক ছেলে আটক

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছেলের দায়ের কোপে রাবেয়া বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছে। 

বকশীগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেড়ে মাকে হত্যা, ঘাতক ছেলে আটক



নিহত রাবেয়া বেগম বকশীগঞ্জ পৌর এলাকার মালির চর পশ্চিম পাড়া গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী।

রোববার দুপুর ২ টার দিকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া বেগমের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক ছেলে জাহিদ হাসান (২৬) কে আটক করেছে থানা পুলিশ। একই সঙ্গে খুনের সময় ব্যবহৃত দা টি উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায় রোববার দুপুর ১২ টার দিকে জাহিদ হাসান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নিশি আক্তারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে জাহিদ ও নিশি আক্তারের মধ্যে ঝগড়া থামাতে যায় মা রাবেয়া বেগম এবং তার ছেলেকে ধমক দিতে গেলে জাহিদ হাসান তার মা এর ওপর ক্ষীপ্ত হয়ে ঘর থেকে ধারালো একটি দা এনে রাবেয়ার মাথায় কোপ দেয়। এতে তিনি  মারাত্মক আহত হয়। এসময় বাড়ির লোকজন মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর ২ টার দিকে হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া বেগমের মৃত্যু হয়। 
(ads1)
এঘটনা জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে পালিয়ে থাকা জাহিদ হাসানকে আটক করেন। এসময় জাহিদের দেওয়া তথ্যমতে ঘরের বিছানার নিচ থেকে খুনের সময় ব্যবহৃত দা টি উদ্ধার করে পুলিশ।
(ads2)
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মাকে খুনের দায়ের এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে জাহিদ হাসানকে আটক করা হয়েছে  এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top