সেবা ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ-ভারত-সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন।
বাংলাদেশে’র সঙ্গে ভারতের ৩৩ দশমিক ৬ কিলোমিটা’র এলাকা’ব্যাপী সীমান্তে এই বিধি নিষেধ জারি করা হয়েছে।
নির্বাচনে’র সময় সীমান্ত দিয়ে অবৈধ দিয়ে অনুপ্রবেশ, গবাদি পশু চোরাচালা’ন ও অবৈধ কার্য’কলাপ রোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতে’র কাছাড় জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসক রোহন কুমার ঝা এই আদেশ’টি জারি করেন। আদেশ অনুসারে, সিআরপিসি ১৮৮ ধারার অধীনে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে’র এক কিলোমিটা’র এলাকায় চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।
জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, আদেশ’টি অবিলম্বে কার্যকর হবে এবং দুই মাসের জন্য বলবৎ থাকবে।
সুরমা নদী’তে চলাচলও সীমিত করা হয়েছে। কাটিগোড়া সার্কেল অফিসারে’র অনুমতি নিয়েই শুধুমাত্র নদীতে মাছ ধরা যাবে।
এছাড়াও, কাটিগোরা সার্কেল অফিসারে’র অনুমতি নিয়ে আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারে’র মধ্যে নিত্য’প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।