দূর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

দূর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত


সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো.আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বর্তমান মেয়র আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করা হয়। 

তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকারি গুদামের মালামাল লুট,গুদামের জমি দখল করে দোকান নির্মাণসহ নানান অভিযোগ এনে ২০২২ইং সালের ১৪ই ডিসেম্বর ১১ জন কাউন্সিলর স্বাক্ষরিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ আমলে নিয়ে দফায় দফায় তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায়,স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পৌর আইন ২০০৯ এর ৩৩(১) ধারা অনুযায়ী মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। 

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.আব্দুর রহমানের স্বাক্ষরিত আর এক প্রজ্ঞাপনে ১ম প্যানেল মেয়রকে আর্থিক ক্ষমতা অর্পন হয়।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top