জামালপুর সংবাদদাতা: জামালপুরে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলাকারী রিয়াজুল ইসলাম লাভলুকে (৩৮) আটক করেছে পুলিশ।
আটককৃত লাভলু শহরের কাচারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে এলাকায় চিহ্নিত সন্ত্রাস ও মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। দেশ টেলিভিশনের সাংবাদিক মেহেদী হাসান গতকাল সোমবার বিকেল ৩টার দিকে সড়ক ভবনে পেশাগত কাজ শেষে বের হওয়ার সঙ্গেসঙ্গে পূর্বপরিকল্পিতভাবে রিয়াজুল ইসলাম লাভলুসহ ৩-৪ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ তাঁর ওপর অতর্কিত হামলা করে।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে জামালপুর সদর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তার জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
এ ঘটনায় মেহেদী হাসান বাদি হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন। অফিসার ইনচাজ মহব্বত কবির জানান অভিযোগের প্রেক্ষিতে রাতেই আসামী লাবলুকে আটক করা হয়। পরদিন ৯ এপ্রিল আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।