সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে ভিজিএফের ১১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় বকশীগঞ্জ দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর ইসলামের মার্কেটের গোডাউন থেকে প্রধানমন্ত্রীর ঈদের উপহার ভিজিএফ কর্মসূচির ১১ বস্তা (৩৩০ কেজি) চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
বকশীগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে ভিজিএফের ১১ বস্তা চাল জব্দ |
এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন।
আরও পড়ুন:
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, চালগুলো বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করেছেন, দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।