গলায় মাছের কাঁটা ফুটলে কী করবেন?

Seba Hot News
0

সেবা ডেস্ক: পাতে মাছ নিয়ে মজা করে খেতে বসেছেন আর কাঁটা গলায় ফোটেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই। হঠাৎ করে গলায় মাছের কাঁটা ফুটলে করণীয় কী? এর জন্য তাৎক্ষণিক কিছু উপায় আছে, যা মানলে সহজেই গলার কাঁটা নামানো যায়। 

গলায় মাছের কাঁটা ফুটলে কী করবেন?



দেখে নিন উপায়গুলো:

গলায় মাছের কাঁটা ফুটলে সাদা ভাত গিলুন


গলায় মাছের কাঁটা ফুটলে কাঁটা নামানোর সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো সাদা ভাত গেলা। যেহেতু খেতে বসলেই গলায় গলায় মাছের কাঁটা ফোটে, তাই হাতের কাছেই সাদা ভাত থাকে। সাদা ভাত দলা করে একবারে গিলে ফেলার চেষ্টা করতে হবে। শুধু খালি ভাতে কাজ না হলে পানি দিয়ে চেষ্টা করতে পারেন। দুই-তিন দলা খাওয়ার পর ভাতের সঙ্গে গলার কাঁটা নেমে যাবে।

গলায় মাছের কাঁটা ফুটলে জোরে কাশুন


বেশির ভাগ সময়ে গলায় গলায় মাছের কাঁটা আটকায় মুখগহ্বরের টনসিলের কাছাকাছি এলাকায়। জোরে জোরে কয়েকবার কাশি দিলে গলায় আটকে থাকা কাঁটা বেরিয়ে যেতে পারে।

গলায় মাছের কাঁটা ফুটলে এই দোয়া পড়ুন

আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।

দোয়াটি হলো- فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’ অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়। (সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।

গলায় মাছের কাঁটা ফুটলে কলা খান


কলা পিচ্ছিল, ফলে গলায় ফুটে থাকা মাছের কাঁটা গিলতে এটা বেশ উপকারী। বড় করে কলায় একটি কামড় দিয়ে তা মুখে কিছুক্ষণ ধরে রাখুন। এরপর একেবারে গিলে ফেলার চেষ্টা করুন। এতে কলার সঙ্গে মাছের কাঁটা একসঙ্গে নেমে যাবে।

গলায় মাছের কাঁটা ফুটলে ভিনেগার গিলুন


ভিনেগার গলায় ফুটে থাকা মাছের কাঁটা নামাতে বেশ উপকারী। ভিনেগার অ্যাসিডজাতীয় বলে গলার মাছের কাঁটা নরম করে করে ফেলতে পারে। তবে সরাসরি ভিনেগার পান না করাই ভালো। তাই পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে তা গিলে ফেললে সহজেই মাছের কাঁটা নেমে যেতে সহায়তা করে।

গলায় মাছের কাঁটা ফুটলে অলিভ অয়েল খান


গলার মাছের কাঁটা নেমে যেতে তেলও বেশ উপকারী। হাতের কাছে অলিভ অয়েল থাকলে তা খেয়ে নিতে পারেন।

গলায় মাছের কাঁটা ফুটলে যেভাবে আছেন, সেভাবেই থাকুন


অনেক সময় দেখা যায়, গলায় মাছের কাঁটা ফোটা নিয়ে যে অস্বস্তি, সেই কাঁটা হয়তো বাস্তবে ফোটেইনি; বরং গলার মাংস ছুঁয়ে কাঁটা নেমে গেছে অনেক আগেই। কিন্তু অস্বস্তি ও মনের ভয় আছেই। তাই প্রাথমিকভাবে কাজ না হলে ঘন ঘন ঢোক গেলার চেষ্টা করুন এবং দেখুন, এক জায়গা থেকেই ব্যথার সৃষ্টি হচ্ছে কি না। যদি হয়, তবে গলায় এখনো মাছের কাঁটা আটকে আছে।

গলায় মাছের কাঁটা ফুটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন


এতক্ষণ যে পদ্ধতির কথা বলা হলো, তার পুরোটাই প্রাথমিক চিকিৎসা। বাড়িতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে গলার মাছের কাঁটা দূর করার জন্য এসব পদ্ধতি মানতে পারেন। তবে এসবে কাজ না হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নাক কান গলাবিশেষজ্ঞ অথবা কাছের যেকোনো হাসপাতালের জরুরি বিভাগে যত দ্রুত সম্ভব ভর্তি হতে হবে। বেশিক্ষণ গলায় মাছের কাঁটা আটকে থাকলে তা থেকে মারাত্মক আকার ধারণ করতে পারে।

গলায় মাছের কাঁটা ফুটলে বিড়ালের পা ধরে লাভ নেই


গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়ালের পা ধরার কুসংস্কার অনেক পুরোনো। বিড়ালের পা ধরে গলার মাছের কাঁটা নামার গল্প শুধু কল্প-কাহিনিতেই সম্ভব, বাস্তবে নয়। বরং উল্টো বিড়ালের খামচি খেয়ে অন্য কোনো রোগ বাধানোর আশঙ্কা কম নয়! তাই গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়াল খুঁজে সময় নষ্ট না করে সঠিক নিয়ম মেনে চলুন।

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top