জামালপুর সংবাদদাতা: জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ।
পাথালিয়া স্বেচ্ছাসেবী সংগঠন ৫ এপ্রিল শুক্রবার জাগ্রত যুবসমাজ ইফতার পার্টির আয়োজন করেছিল। ইতোমধ্যেই ওই গ্রামের হতদরিদ্র কামাল উদ্দিনের জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম অটোরিক্সাটি চুরি হয়।
স্থানীয় এক সাংবাদিক মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে কামালের দুর্গতি এবং ইফতার পার্টি শীর্ষক একটি লেখা পোস্ট করেন।
লেখাটি সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ আরো অনেকের নজর কাড়ে। অবশেষে যুবসমাজ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জরুরি সভার আহবান করেন।
সভায় তাদের নির্ধারিত ইফতার পার্টি বাতিল করেন এবং ইফতার পার্টির সমুদয় প্রায় ২০ হাজার টাকা নিয়ে অসহায় কামালের পাশে দাড়ালেন। এই সহায়তা পেয়ে অশ্রæসজল কামাল আবেগ আপ্লুত হন। গ্রামবাসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এ ব্যাপারে সাংবাদিক মোহাম্মদ আলীর অনুভূতি জানিয়ে বলেন, টাকার পরিমানটা যাই হোক। মানবিক বিষয়টি সংগঠন এবং আমার এলাকার মানুষ উপলব্ধি করেছেন সেটাই বড়। কামালের মুখে হাসি ফোটানোর সামাজিক উদ্যোগকে আমি শ্রদ্ধা করছি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।