বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে গত ২২ মে রাতের আঁধারে আগুন দিয়ে ছয় টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত উকিল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের নেতৃত্বে বুধবার (২৯ মে) বেলা ১১ টায় জিন্নাহ বাজারে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ২২ মে গভীর রাতে স্থানীয় চড়িয়া পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে উকিল মিয়া জিন্নাহ বাজারে পেট্রোল দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সিসি ফুটেজে উকিল মিয়ার সংশ্লিষ্টতা মিলে। তাই তাকে দ্রæত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মানববন্ধনে ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ, ডা. লিয়াকত আলী, কাপর ব্যবসায়ী আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে থানা পুলিশের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।