শফিকুল ইসলাম: রৌমারীতে স্বামীর জানাযা শেষে স্ত্রীর মৃত্যু বরণ করেন। ঘটনাটি ঘটে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামে।
এ ঘটনায় অত্র এলাকা জুড়ে চলছে শোকের মাতোম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামের আবুল হোসেন (৯০) মঙ্গলবার বিকালে তার নিজ বাড়িতে বাধ্যকোজনিত কারণে বিকালে ইন্তেকাল করেন। পরে তার লাশ জানাযা শেষে রাত ৯ টায় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
আবুল হোসেনের জানাযা শেষ হতে না হতেই খবর আসে তার স্ত্রী শাবজান বেগম (৮৫) মারা গেছেন।
স্বামীর মৃত্যুর পর স্ত্রী মারা গেছেন এমন খবরে পুরোএলাকা জুড়ে চলছে শোকের মাতোম। পরে বুধবার বিকালে স্ত্রী শাবজানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যাদুরচর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (অব:) সেনা সদস্য বলেন, আমরা জানাযা শেষ করতে না করতে তার স্ত্রীর মৃত্যুর খবর শুনতে পাই, বিষয়টি খুব দুঃজনক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।