জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ৭টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুলাই ভোরে সংঘবদ্ধ চোরাই গরুগুলো একটি পিকআপ ভ্যান যোগে নেয়ার পথে মামাভাগিনা এলাকায় গাড়িটি বিকল হয়।
এ সময় চোরেরা গরু বোঝাই গাড়িটি ফেলে পালিয়ে যায়। সকালে স্থানীয়দের সহায়তায় পুলিশ গরুগুলো থানায় নিয়ে যায়।
গরুর মালিকরা হলেন, মাদারগঞ্জের পলিশা গ্রামের ভাতিজের পাড়ার কৃষক সাইফুল ইসলামের একটি, চরভাটিয়ারি গ্রামের আজিজলের ২টি এবং শাহজালালের ৪টি গরু।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন জানান-চোর চক্রের সন্ধানে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার অভিযান চলছে। গরুগুলো মাদারগঞ্জ উপজেলা থেকে গত রাতে চুরি হয়েছে। একটি গরু মারা গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গরুর মালিকদের কাছে দেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।