লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে সুহান(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ডিগ্রীরচর দক্ষিন পাড়ায় (১৩জুলাই) শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। ওই শিশু ডিগ্রীরচর দক্ষিনপাড়া শহিদ শেখের পুত্র।
চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার জানান, দুপুরের দিকে শিশু সুহান বাড়ির পার্শে খেলাচ্ছলে বন্যার পানিতে গোসল করতে যায়।
এক পর্যায়ে ডুবাতে তলিয়ে যায়। খরব পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুজির পর ভেসে উঠা লাশ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘পানিতে ডুবে সুহান নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।