সেবা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিএনপি নেতারা আজ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিডার ইজ কামিং’ শিরোনামে বিভিন্ন ধরনের কনটেন্ট দিয়েছে।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, তারেক জিয়া গতকাল ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার দেশে ফেরার প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। তারেক জিয়া তাদের বলেছেন, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। আর এই কারণেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
লন্ডনে বিএনপির একাধিক নেতা বলছেন যে, তারেক জিয়া দেশে ফেরার সব প্রস্তুতি গ্রহণ করছেন। যে কোনও সময় তিনি দেশে ফিরতে পারেন৷ তবে দেশে ফেরার গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আর তারেক দেশে ফেরেনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।