সেবা ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনের কারনে চলমান সংকটের মধ্যে প্রতিনিয়ত সংবাদ সন্মেলনে বিভিন্ন রকম বিতর্কিত বক্তব্য দিয়ে জনবিরক্তি সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর এ কারণে তাকে সংবাদ সন্মেলন থেকে সরিয়ে দেওয়ার জন্য দলের ভেতর থেকেই বিভিন্ন মহলের দাবি উঠেছিল। প্রধানমন্ত্রী তাকে নিষেধ করলেও গতকাল তিনি সংবাদ সন্মেলনে উপস্থিত হয়েছিলেন। তবে আজকে তিনি বাদ পড়লেন।
ওবায়দুল কাদেরের পরিবর্তী আজকে সংবাদ সন্মেলনে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ওবায়দুল কাদেরকে সংবাদ সন্মেলন থেকে বাদ দেওয়াকে অনেকে আওয়ামী লীগের ভেতর পরিবর্তনের লক্ষ্য হিসেবে দেখছেন। এ নিয়ে কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।