হারুন ইসলাম: নার্সদের নিয়ে বাজে মন্তব্য করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফাইদের আয়োজনে উপজেলা হাসপাতাল চত্বরে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মাহমুদা সিদ্দিকা, সিনিয়র স্টাফ নার্স সাইমুন নাহার, মিডওয়াইফাই সানজিদা হক, মিডওয়াইফাই নাসরিন জাহান নিলা।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নূর সম্প্রতি নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের ভাবমূর্তি ক্ষুণœ হয়।
তাই মহাপরিচালকের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের একদফার আন্দোলন চলবে। পাশাপাশি নার্স থেকে মহাপরিচালক পদে পদায়নের দাবি জানান তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।