লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে জিহাদ(৬) নামের হাফেজিয়া মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ওই শিক্ষার্থী পৌর এলাকার মোশারফগঞ্জ টঙ্গের আলগা দক্ষিণ পাড়া গ্রামের জামর শেখের পুত্র।
জানাগেছে, শনিবার বিকালে ঝড় বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে শাক সবজির বাগানে কাজ করতে থাকা বাবা-মার খোঁজখবর নিতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ব্যাপারে কাউন্সিলর পলাশ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।